spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনলালমনিরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ

লালমনিরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তরণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ খালেদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন শিক্ষক-কর্মচারীরা। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং বিভিন্ন প্রশাসনিক কাজে দুর্নীতি।

অধ্যক্ষ মোঃ খালেদ হোসেন প্রতিষ্ঠার পর থেকেই একক ক্ষমতাবলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে বেআইনিভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে উপবৃত্তি পাওয়া ৩২ জন শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তি বন্ধের ভয় দেখিয়ে ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষক-কর্মচারীরা আরও অভিযোগ করেন যে, অধ্যক্ষ প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত নথিপত্র ছাড়াই ইচ্ছামতো পরিচালনা করতেন এবং উচ্চতর স্কেল প্রদানের জন্য শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন। এছাড়াও, বিভিন্ন বরাদ্দকৃত তহবিল যেমন কলেজের মাঠ ভরাট, সেশন ফি, লাইব্রেরী ফি, এবং অন্যান্য কার্যক্রমের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। স্নাতক পর্যায়ে প্রায় ৪০ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে প্রতি জনের কাছ থেকে ৫-৭ লক্ষ টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম অধ্যক্ষকে সাময়িক ছুটিতে পাঠান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মোঃ আবু বকর সিদ্দিককে দায়িত্ব প্রদান করেন। অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য উপজেলা আইসিটি অফিসার মোঃ মোস্তফা চৌধুরীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুনঃ রামগঞ্জে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর তদন্তের জন্য উত্তরণ ডিগ্রি কলেজে পরিদর্শনের সময়, জমিদাতা সদস্য, সুধীজন এবং শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। তদন্তের ভিত্তিতে, অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এই প্রতিবেদন ৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন যে, তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই ঘটনা উত্তরণ ডিগ্রি কলেজে শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার প্রকাশ। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।