spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার

বগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার

নাহিদ হাসান,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, মাদক ও চুরিসহ ১১ মামলার আসামি ও মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওমর ফারুকের ছোট ভাই সুলতান আহমেদ (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সুলতান আহমেদ (৪১) উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর দেওয়ান পাড়ার মৃত আব্দুর রশিদ এর ছেলে।

এলাকাবাসী জানান, সুলতান আহমেদ দীর্ঘদিন ধরে মাদকের সেবন ও এলাকায় বিক্রির করে। তাঁর বড় ভাই ওমর ফারুক স্বেচ্ছাসেবক লীগ নেতা হওয়ার কারণে সেই সুযোগে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে। কেউ কিছু বললে হুমকি ধামকি দিতো। তার কারনে এলাকার ছাত্র ও যুবসমাজ ধ্বংসের পথে। সুলতানের সর্বোচ্চ শাস্তিরও দাবি করেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর লা’শ উদ্ধারের ঘটনায় মানববন্ধন 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, সুলতান আহমেদকে উপজেলার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্য চারটি ও চুরির তিনটি মামলা রয়েছে। তাকে আইনী ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।