spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদখেলাধুলাফুটবলফিফা 'দ্য বেস্ট' পুরস্কার ২০২৪: মনোনয়ন তালিকা প্রকাশিত

ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার ২০২৪: মনোনয়ন তালিকা প্রকাশিত

পুরুষদের ফুটবলে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য ২০২৪ সালের মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফিফা। ১১ জনের এই তালিকায় জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি। তবে মনোনীতদের মধ্যে জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো।

এই পুরস্কারের জন্য এটি মেসির ৯ম মনোনয়ন। তিনি এর আগে তিনবার ‘দ্য বেস্ট’ জিতেছেন, যার মধ্যে রয়েছে সর্বশেষ দুই বছরের পুরস্কার। তবে, ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের তালিকায় স্থান পাননি মেসি।

২০২৪ সালের ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারের সেরা ১১ জন হলেন: জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, রদ্রি, লিওনেল মেসি, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ, লামিনে ইয়ামাল।

এই তালিকায় রদ্রি ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী হয়েছেন। ভিনিসিয়ুস দ্বিতীয় এবং বেলিংহাম তৃতীয় স্থান লাভ করেন।

ফিফা জানায়, মনোনয়নের ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষায় সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ফিফার ওয়েবসাইটে মেসি সম্পর্কে বলা হয়েছে, “৩৭ বছর বয়সেও ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে অসাধারণ ভূমিকা রাখছেন। ২০২৩ লিগস কাপ এবং ২০২৪ সাপোর্টার্স শিল্ড জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি রেকর্ড গড়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকায় সর্বোচ্চ ৬ গোল মেসির।”

‘দ্য বেস্ট’ পুরস্কারে আরও রয়েছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ, বর্ষসেরা গোল এবং ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। এখানে সেরা খেলোয়াড়, কোচ এবং গোলকিপার বাছাইয়ে ফিফার ভোটের ২৫% আসবে ভক্তদের ভোট থেকে।

এবারের পুরস্কার অনুষ্ঠান ফুটবলপ্রেমীদের জন্য দারুণ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।