spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার: "আগামী নির্বাচন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো...

চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার: “আগামী নির্বাচন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো গ্রহণযোগ্য হবে”

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো গ্রহণযোগ্য হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতি চট্টগ্রাম থেকে শুরু করা হয়েছে। খসড়া ভোটার তালিকা ২ জানুয়ারি প্রকাশিত হবে এবং ২ মার্চ এটি চূড়ান্ত হবে। তিনি বলেন, “ভোটার তালিকাকে আরও গ্রহণযোগ্য করতে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অসন্তোষ দূর করা এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনা।”

তিনি আরও জানান, ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার পাশাপাশি মহিলাদের ভোটার তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম দ্রুত শুরু হয়ে আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “নির্বাচনে কোন দল অংশ নেবে বা নেবে না, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আদালতের রায় বা সরকারের নিষেধাজ্ঞার ওপর এটি নির্ভর করবে। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো মতামত নেই।”

অভ্যুত্থানকারীদের দাবির প্রেক্ষিতে ১৭ বছর বয়সে ভোটার করার বিষয়ে তিনি বলেন, “এটি সংবিধানের বিষয়। সংবিধান সংস্কার কমিশন যদি এই বিধান সংযোজন করে, তখন নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিতে পারবে।”

আরও পড়ুনঃ রমজানে বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম থাকবে নিম্নমুখী: বাণিজ্য উপদেষ্টা

বিগত তিনটি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে সিইসি বলেন, “আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা নেই। এটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বা সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারীসহ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলার নির্বাচন কর্মকর্তারা।

সিইসি আশা প্রকাশ করেন, সব পক্ষের সহযোগিতায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে।