spot_img

― Advertisement ―

spot_img

যশোরে যুবদল নেতার বিরুদ্ধে ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা—এমন অভিযোগ করেছেন সংগঠনের বহিষ্কৃত...
প্রচ্ছদজাতীয়যশোরে যুবদল নেতার বিরুদ্ধে ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতার অভিযোগ

যশোরে যুবদল নেতার বিরুদ্ধে ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা—এমন অভিযোগ করেছেন সংগঠনের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন জনি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তদন্তের আহ্বান জানান।

এর আগে গত ১৭ ডিসেম্বর, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এসকেন্দার আলী জনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এসব অভিযোগকে ভিত্তিহীন এবং হাস্যকর বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে, কীভাবে পালিয়েছে, দেশের গোয়েন্দা সংস্থাগুলো তা তদন্ত করছে। যদি আমার সংশ্লিষ্টতা থাকত, তাহলে তো এতদিনে গ্রেপ্তার হয়ে যেতাম। জনি একজন বিতর্কিত ব্যক্তি এবং তার এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।”

ফেসবুক লাইভে এসকেন্দার আলী জনি বলেন, “ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন আনসারুল হক রানা। এমনকি কিছুদিন আগে রানা সিঙ্গাপুর গিয়ে গোল্ড নাসিরের সঙ্গে টাকা ভাগাভাগি করেছেন।”

জনি আরও অভিযোগ করেন, “যশোর যুবদলের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক যুবলীগের সদস্যদের দলে নিয়েছেন। তারা দলের ভেতরে আওয়ামী লীগের মতো আচরণ করছে এবং বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে। এমনকি তারা দলের ত্যাগী নেতাদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করছে।”

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ছাত্রলীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ এসব অভিযোগকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “জনি নেশাগ্রস্ত এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত। তার বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ১৮ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। যশোরের মানুষ আমাদের সম্পর্কে জানে।”

লাইভে এসকেন্দার আলী জনি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আনসারুল হক রানার বিরুদ্ধে সঠিক তদন্তের দাবি জানান। তিনি বলেন, “আমার মতো ত্যাগী নেতাদের বহিষ্কার করা অন্যায়। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত।”

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।