spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন

রাজশাহী কলেজে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” অঙ্গীকার নিয়ে রাজশাহী কলেজে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ শুরু হয়েছে। এই উৎসবের মূল লক্ষ্য স্থানীয় ঐতিহ্য, সাহিত্য এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যার সমাধানে আমাদের বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হবে। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই পারে এই সংকট নিরসনে নতুন দিগন্তের সূচনা করতে।”

আরও পড়ুনঃ ইবিতে ঐক্যমঞ্চের আহ্বায়ক নাহিদ ও সদস্য সচিব পলাশ

তারুণ্যের উৎসব-২০২৫ এর মূল অঙ্গীকার, উদ্ভাবনী শক্তির বিকাশ: শিক্ষার্থীদের নতুন ধারণা ও চিন্তা বাস্তবায়নের সুযোগ তৈরি। পরিবেশ সুরক্ষা: পলিথিন ও প্লাস্টিক বর্জনের উদ্যোগ গ্রহণ। সোশ্যাল বিজনেস: শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়া।

উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আলোচনা সভা, মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবটি শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা এবং পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা।