
মোঃ রেজাউল করিম, লালমনিরহাট (জেলা) প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
দুপুর থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বিকেল ৪টা ২০ মিনিটে প্রধান অতিথির আগমনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “সংস্কারের নামে কালক্ষেপণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুনঃ নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। তাই দ্রুত একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।