
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় অধ্যাপক ড. মাকসুদা আক্তার বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীদের অর্জনে অন্য বিভাগগুলো ঈর্ষান্বিত হয়। বিশেষ করে আন্তঃবিভাগ টুর্নামেন্টগুলোতে আমাদের সাফল্য চোখে পড়ার মতো। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো আয়োজনে বিজয় নিশ্চিত করা সম্ভব হয়। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে, তবে তা হবে সুস্থ প্রতিযোগিতা। এখানে কোনো সংঘাত বা মলিনতার স্থান নেই; থাকবে শুধু আনন্দ আর সম্মান।”
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উদ্বোধনী খেলায় বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ (সিজি-৪) বনাম ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি হয়। প্রাণবন্ত পরিবেশে খেলা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।