
নিজস্ব প্রতিবেদকঃ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দেশের বিশিষ্টজনদের মধ্যে অভিনেতা, সাংবাদিক, সাবেক উপাচার্য ও লেখকসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটি দায়ের করেন এম এ হাশেম রাজু, যিনি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট এবং ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক।
মামলায় ১৪ জন জনপ্রিয় অভিনেতার নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, ভাবনা, জায়েদ খান, রোকেয়া প্রাচী, শাওন, অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শমী কায়সার ও সোহানা সাবা।
সাংবাদিকদের মধ্যে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, আবেদ খান, মুন্নি সাহা, মিথিলা ফারজানা, মাসুদা ভাট্টি এবং বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের বর্তমান ও সাবেক সম্পাদকরা।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক-উপাচার্য ও বুদ্ধিজীবীদের মধ্যে আছেন ড. মুনতাসীর মামুন, ড. জাফর ইকবাল, সাবেক উপাচার্য ড. আক্তারুজ্জামান, ড. আনোয়ার হোসেন, ড. এম ওয়াহিদুজ্জামান, নগরবিদ নজরুল ইসলাম, ইউজিসি’র সাবেক চেয়ারম্যান প্রমুখ।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৪ আগস্ট শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে পরীবাগ পৌঁছালে ছাত্রলীগ-যুবলীগসহ সরকার সমর্থকরা মিছিলে হামলা চালায়। এতে আলিয়া মাদ্রাসার ছাত্র সাইফুদ্দিন গুলিবিদ্ধ হন। মামলার বাদীর দাবি, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এবং অভিযুক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিষোদগার ছড়াতে দেখেছেন।
আরও পড়ুনঃ আগামী দিনে বাড়বে তাপমাত্রা, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
এছাড়া, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আসামি করা হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শাহবাগ থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, একই ধরনের অভিযোগে গত ২৮ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় করা আরও একটি মামলায় সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাস, নিপুণসহ ১৭ জন অভিনেত্রীকে আসামি করা হয়।