spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদখেলাধুলাফুটবলবাফুফের অবহেলায় মাঠে অনিশ্চিত বাংলাদেশ ফুটবল আলট্রাসের আয়োজন

বাফুফের অবহেলায় মাঠে অনিশ্চিত বাংলাদেশ ফুটবল আলট্রাসের আয়োজন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে দর্শক সারিতে বর্ণিল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল জাতীয় ফুটবল দলের অন্যতম সমর্থক সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস (বিএফএ)। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অব্যবস্থাপনা ও দায়িত্বহীন আচরণের কারণে শেষ মুহূর্তে এসে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের স্বতঃস্ফূর্ত আয়োজনে মাঠে থাকা।

আলট্রাস তাদের ফেইসবুকে এক অফিসিয়াল স্টেট্ম্যান্টে জানিয়েছে, ম্যাচের ৫২ দিন আগে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের সঙ্গে এক বৈঠকে তারা ম্যাচ উপলক্ষে ৩ হাজার টিকিট নিজেদের অর্থে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করে এবং অগ্রিম অর্থ দিয়ে বরাদ্দ রাখার প্রস্তাব দেয়। যদিও প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হলেও এরপর কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে, ১২ মে বাফুফেকে অফিসিয়ালভাবে ই-মেইল করে সংগঠনটি। এরপর ২২ মে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের সঙ্গে দেখা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়। ইমরুল হাসান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ফোন করে দ্রুত মিটিং আয়োজনের নির্দেশ দেন। তুষার ২৫ মে মিটিংয়ের প্রতিশ্রুতি দিলেও সেটি আর হয়নি।

আরও উল্লেখ্য করা হয়, বারবার মেইল ও ফোন করা হলেও বাফুফে কর্তৃপক্ষ ‘ইগনোর’ করতে থাকে। পরবর্তীতে তারা প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে দেখা করে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা তাদের পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন এবং ৩১ মে স্পষ্ট সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন

তবে নির্ধারিত দিনেও আলট্রাস প্রতিনিধি দল দুপুর ২টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত বাফুফে ভবনে অবস্থান করেও কোনো সিদ্ধান্ত জানতে পারেনি। পরদিন ১ জুন জানানো হয়, মাত্র ১০০টি টিকিট বরাদ্দ দেওয়া হবে—যা কমপক্ষে ২ হাজার টিকিট চাওয়া আলট্রাসের আয়োজন বাস্তবায়নের জন্য পুরোপুরি অপ্রতুল।

এ বিষয়ে আলট্রাসের পক্ষ থেকে বলা হয়, “আমরা নিজেদের অর্থায়নে পুরো আয়োজন করতে চেয়েছি। অথচ বারবার যোগাযোগ করেও আমরা বাফুফের পক্ষ থেকে কোনো সম্মানজনক প্রতিক্রিয়া পাইনি। মাত্র ১০০টি টিকিট দিয়ে মাঠের পরিবেশ গড়ার মতো আয়োজন সম্ভব নয়।”

আরও পড়ুনঃ মনোরেলের মাধ্যমে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে: মেয়র ডা. শাহাদাত

অভিযোগ করা হয়, এ ঘটনায় বাফুফে শুধু একটি সক্রিয় সংগঠনের উদ্যম নষ্ট করেনি, বরং জাতীয় দলের পাশে দাঁড়ানো হাজারো সমর্থকের উৎসাহকে অবমূল্যায়ন করেছে। ফুটবলের মাঠে সংস্কৃতি ও সমর্থন গড়ে তুলতে যে সংহতি প্রয়োজন, সেটির ঘাটতি রয়েছে প্রশাসনের দৃষ্টিভঙ্গিতেই।

বাংলাদেশ আলট্রাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত তারা সংগঠনের অভ্যন্তরীণ পরামর্শে নেবে এবং জনসম্মুখে জানাবে। পাশাপাশি দেশের ফুটবল সংস্কৃতি রক্ষায় সাধারণ দর্শকদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা।