spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কালীগঞ্জের প্রিয়মুখ মাওলানা গাজী আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোঃ আল-আমীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু হানিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল।

পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদ এবং জাতীয় শিক্ষক পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ নাট্যশিল্পী সাদ্দাম মাল রাজনীতিমুক্ত পরিচয়ে গর্বিত, দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস

নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বীন ও দেশের কল্যাণে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক অংশগ্রহণে।