
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ এর ২০২৫-২৬ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরসালিন ইসলাম তুরান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হিমেল।
রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে সংগঠনের ১৬তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন এবং সুবাসিত সদস্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। আগামী এক বছরের জন্য তাঁরা এ পদে দায়িত্ব পালন করবেন।
সংগঠন সূত্রে জানা যায়, তারুণ্যের ১১তম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচনকালীন সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তারুণ্যের সদস্য সুমন ইসলাম ও জিন্নাত আলভি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা এবং সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
নবনির্বাচিত সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, “তারুণ্য দীর্ঘদিন ধরে যে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, আমরা সেটারই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
আরও পড়ুনঃ বিশ্বের সর্ববৃহৎ ‘শোক বই’র উদ্যোগ মোরাল প্যারেন্টিং পরিবারের
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, “তারুণ্য একটি গঠনমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা সমাজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক কাজে সম্পৃক্ত রয়েছে। আমি আশাবাদী, তারুণ্য আরও দক্ষ নেতৃত্ব তৈরি করে আগামীর জন্য কাজ করে যাবে।”
অনুষ্ঠানে সুবাসিত সদস্য সংবর্ধনা উপলক্ষে ৩০ জন সদস্যকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে ধারণ করে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। রক্তদান, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগ মোকাবিলায় সহায়তা, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশসহ নানা মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে ‘তারুণ্য’।