
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মিরাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেনের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. সাহাদত হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সদস্য, মিরাট ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন প্রতিষ্ঠাতা ছাত্রদল আহ্বায়ক এ্যাড. আল-আমিন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. সাহাদত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো কিছু করতে হবে। পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকতে হবে।”
আরও পড়ুনঃ “প্লাস্টিক দিন পরিবেশ বান্ধব গাছ নিন”– রাজশাহী কলেজে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ
প্রধান বক্তা এ্যাড. আল-আমিন তার বক্তব্যে বলেন, “আগামীর দেশ ও জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের ওপর নির্ভর করে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের স্বার্থে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে ছাত্রনেতা সরোয়ার আলম শাফি, মামুন, সাজ্জাদ, হিটলারসহ অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে মিরাট ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ইউনিয়নের প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।