spot_img

― Advertisement ―

spot_img

শ্রমিকদের প্রতি উৎপাদন অব্যাহত রাখার আহ্বান: অরবিন্দু বেপারী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু শ্রমিকদের উদ্দেশে জানান, সরকার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্তে...
প্রচ্ছদজাতীয়বয়সসীমা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি

বয়সসীমা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি

মোঃ আসিফুজ্জামান আসিফ,সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিপ্রত্যাশী একদল শিক্ষার্থী। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

শুক্রবার (১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা৷

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত আটটা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।

আরও পড়ুনঃ রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির মহোৎসব 

অবস্থান কর্মসূচির শুরুতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আন্দোলনকারীরা ‘৩০ থেকে মুক্তি চাই, বয়সসীমা ৩৫ চাই’, ‘৩০ এর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘৩০ এর শৃঙ্খল মানি না, মানবো না‘ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা বয়সসীমা ৩৫ চাই, ত্রিশের বয়সসীমা থাকাতে আমরা আমাদের একাডেমিক পড়াশোনা এবং চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা কোনোটাই ঠিকভাবে করতে পারছি না। আজ দেশের শিক্ষাব্যবস্থায় জেঁকে বসা কিছু পাকিস্তানপন্থী আমলা আমাদের সুযোগ-সুবিধা দিতে চান না। দেশকে অস্থিতিশীল রেখে তারা উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চান।

তারা আরও বলেন, আমরা ছাত্রসমাজ এই বয়সসীমা মানি না, মানবো না৷ স্মার্ট বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তবে আমাদের প্রজাতন্ত্রে চাকরি করতে দেওয়ার সুযোগ দিতে হবে। অন্যান্য সকল সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫,৩৬ থাকলেও আমাদের ক্ষেত্রেই কেন ত্রিশের বাধা?

সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা।