spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলানওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১শ’ ১ কেজি গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় জব্দ করা হয় একটি কার্ভাট ভ্যান।

রবিবার ৯ জুন দুপুরে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্য জানান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

এর আগে শনিবার দিনগত রাত ১২টারদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে ১০১ কেজি গাঁজা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল ও বাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন এর সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যান যোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় ডিবি পুলিশের টিম সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে আটক করে কাভার্ট ভ্যান তল্লাশী করে ৪টি পাটের বস্তা থেকে মোট ৩৪ টি গাঁজার পোটলা উদ্ধার করেন। যার ওজন ১শ’ ১ কেজি ও যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দু’জন স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দু’জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার মাধ্যমে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও পলাতক আসামীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী সহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।