মোঃ রেজাউল করিম, লালমনিরহাট (জেলা) প্রতিনিধিঃ লালমনিরহাট এ আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের ভূমিহীন ও গৃহহীন মুক্ত কার্যক্রমের অংশ হিসাবে ৫ম পর্যায়ের ২য় ধাপে আজ(১১জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১ হাজার ২শ’ ৮২টি বাড়ীর চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।
এ সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মহিষামুরী আশ্রয়ন প্রকল্প প্রান্তে সংসদ সদস্য এ্যাড. মতিয়ার রহমান ও নুরুজ্জামান আহমেদ।রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি কর্মকর্তা, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ সহ সকল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক পাঁচ
লালমনিরহাট জেলায় প্রধানমন্ত্রীর দেয়া সর্বশেষ উপহারের ঘর পেলন ১ হাজার ২শত ৮২টি পরিবার সহ সর্বমোট ৫২৪০জন পরিবার। আর এই বাড়ীগুলো দেয়ার মধ্যদিয়ে লালমনিরহাট জেলাকে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এক সময় যাদের কোন মাথা গোঁজার ঠাঁই ছিল না। ছিলনা কেন জমি। এসব ঘর ও জমি পেয়ে এখন অনেক বেশি খুশি ভূমিহীন পরিবার গুলো।
মো:রেজাউল করিম,লালমনিরহাট।