spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাভেজাল মসলা উৎপাদনকারী ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজাল মসলা উৎপাদনকারী ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আবুহায়াত আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুরে ভেজাল মসলা উৎপাদনকারী তিন প্রতিষ্ঠান ও এক ডিমের আড়তকে ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা স্যানিটারী অফিস, সিভিল সার্জন অফিস ও জেলা নিরাপদ খাদ্য অফিস।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- বাদাঘাট বাজারের আয়শা মসলা মিল, হাবিবা মসলা মিল, সাগর মসলা মিল ও মা ভান্ডার ডিমের আড়ত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শরিফ উদ্দিন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর শেখর পাল, তাহিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোবারক হোসেন, বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার প্রমুখ।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন বলেন, একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে, সেই ভিডিও’তে মসলার মিলে অনৈতিক কার্যকলাপের দেখা যায়। যেমন: রং, চালের গুঁড়া, কাঠের গুঁড়া সহ মসলাতে বিভিন্ন অনুপযোগী খাবারগুলো মেশায়। তবে আমরা আজকের অভিযানে তার প্রমাণ পাইনি।

বাজারে ১৮টি মসলার মিল আছে, কিন্তু তাদের লাইসেন্স নেই। এরা অস্বাস্থ্যকর পরিবেশে মসলা ভাঙিয়ে থাকে, মূল্য তালিকাও ছিল না। এজন্য ৩টি মসলা মিল এবং ১ টি ডিমের আড়ত সহ ৪ টি ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মসলার মিলগুলোকে তদারকির আওতায় আনা হয়েছে।