মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ ম্যাচ জমিয়ে তোলার পর ও শেষ হাসি টা হাসতে পারলো না স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার জয়ে স্কটিশদের বিদায় এ যেন ভাগ্যের পরিহাস, ভাগ্য ছিল না হয়তো তাদের স্বপ্ন জয়ের ইতিহাস।
সেন্ট লুসিয়ায় রোববার স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ১৮১ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।
লড়াই যদিও অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের, কিন্তু এই ম্যাচে হাইড হয়ে মাঠে ছিল ইংল্যান্ডও। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বিদের জয় বড় স্বস্তি হয়ে এসেছে ইংলিশদের জন্য। অস্ট্রেলিয়ার জয়ে স্কটিশদের বিদায়, ইংল্যান্ড এর মুখে হাসি ফোটাতে সক্ষমতা এনেছে অজিরা।
চার ম্যাচের সবকটি জিতে ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই সুপার এইট খেলতে নামবে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের ঝুলিতে সমান ৫ পয়েন্ট। তবে নেট রান রেটে স্কটিশদের চেয়ে (+১.২৫৫) এগিয়ে থাকায় পরের ধাপে পৌছে গেল ইংলিশরা (+৩.৬১১)।যদিও একটা পর্যায়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্কটল্যান্ড। ব্যাটিংয়ে ১৮০ রান তোলার পর বোলিংয়ের শুরুতেও অস্ট্রেলিয়াকে প্রবল চাপে ফেলে তারা। কিন্তু সেই চাপ তারা ধরে রাখতে পারেনি।ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।
চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ২৯ বলে ৫৯ রান করেন স্টয়নিস। ৯ চার ও ২ ছক্কার ইনিংসে চলতি আসরে দ্বিতীয়বার তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। বাঁহাতি ওপেনার হেড খেলেন ৪৯ বলে ৬৮ রানের ইনিংস। ৫ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।
আরও পড়ুনঃ সুপার এইটে কারা হচ্চে বাংলাদেশের প্রতিপক্ষ
রান তাড়ায় পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। প্রথম ৬ ওভারে মোটে ৩৬ রান করতে অস্ট্রেলিয়া। তাদের বিপদ বাড়তে পারত আরও। পঞ্চম ওভারে ক্রিস সোলের বলে ১৫ রানে থাকা হেডের ক্যাচ ছেড়ে দেন মাইকেল জোন্স।একপর্যায়ে সমীকরণ দাঁড়ায় ৩৯ বলে ৮৭ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা স্কটিশদের উড়ন্ত সূচনা এনে দেন জর্জ মানজি ও ব্র্যান্ডন ম্যাকমুলেন। প্রথম ওভারেই জোন্সের বিদায়ের পর তারা দুজন মিলে ৪৮ বলে গড়ে তোলেন ৮৯ রানের জুটি।রিচি বেরিংটনের ৩১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে ১৮০ রান পর্যন্ত পৌছায় স্কটিশরা। পরে একটা সময় পর্যন্ত লড়াইয়ে থাকলেও অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারেনি তারা।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (মানজি ৩৫, জোন্স ২, ম্যাকমুলেন ৬০, বেরিংটন ৪২, ক্রস ১৮, লিস্ক ৫, গ্রিভস ৯*; অ্যাগার ৪-০-৩৯-১, স্টার্ক ৪-০-৩১-০, এলিস ৪-০-৩৪-১, ম্যাক্সওয়েল ৪-০-৪৪-২, জ্যাম্পা ৪-০-৩০-১)
অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১৮৬/৫ (হেড ৬৮, ওয়ার্নার ১, মার্শ ৮, ম্যাক্সওয়েল ১১, স্টয়নিস ৫৯, ডেভিড ২৪, ওয়েড ৪; লিস্ক ৪-০-৩৯-০, হুইল ৩.৪-১-৩২-১, ওয়াট ৪-০-৩৪-২, সোল ৩-০-৩৩-০, শারিফ ৪-০-৪২-২, গ্রিভস ১-০-৪-০)
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী, ম্যান অব দা ম্যাচ: মার্কাস স্টয়নিস