জেলা প্রতিনিধিঃ
ভোলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৫ জন তরুণ-তরুণী নিয়োগ পেয়েছেন। মাত্র ১৬৫ টাকা খরচ করে সরকারি চাকরি পান তারা।
পাঁচটি ধাপে যাচাই বাছাই ও পরীক্ষা শেষে শনিবার (২৩ মার্চ) রাতে এ পদে নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
গত ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাইর মধ্যদিয়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এ পদের জন্য মোট ২ হাজার ২০ জন আবেদন করেন। শারীরিক পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৮৩ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০২ জনমৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জন চাকুরি পান। ৫ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। ফলাফল ঘোষণার পর নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরন করে নেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, নিয়োগের সকল ধাপেই স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। মাত্র ১৬৫ টাকা খরচ করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া কাউকে এক টাকাও বাড়তি খরচ করতে হয়নি।
আরও পড়ুনঃ শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
এদিকে কোনো প্রকার ঘুষ বা অর্থনৈতিক হয়রানি ছাড়াই চাকুরি পাওয়া খুশি অভিভাবকরাও।