spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদসারা বাংলাবার বার কারানির্যাতনেই মাখনের অকাল মৃত্যু: রিজভী

বার বার কারানির্যাতনেই মাখনের অকাল মৃত্যু: রিজভী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বার বার কারানির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও ভাসানটেক থানা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ জুন) গোলাম কিবরিয়া মাখনের নামাজের জানাযায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে তার ওপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলেছে। একাধিকবার সে কারানির্যাত হয়। এছাড়াও বার বার গ্রেফতারের পর পুলিশি নির্যাতনও চলে তার ওপর।

রিজভী বলেন,আমি কারাগারে গেলে তার সাথে দেখা হয়েছিল। তার উপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল। আজকে তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হবার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ধরলার ভাঙ্গনে বিলিন হচ্ছে ঘরবাড়িসহ ফসলি জমি

শুক্রবার রাজধানীর ভাসানটেকে বাদ আছর তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে আরও অংশ নেন বিএনপি’ চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ ফরহাদ হালিম ডোনার, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম,তারিকুল আলম তেনজিং, যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।