spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদরাজধানীমধ্যরাতে সচিবালয়ে আগুন: ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালাল ট্রাক

মধ্যরাতে সচিবালয়ে আগুন: ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালাল ট্রাক

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে মধ্যরাতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিস। এ সময় এক ফায়ার ফাইটারকে দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। রাত ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এই সময়, ফায়ার সার্ভিসের কর্মীরা সচিবালয়ের ভেতরে পানি সরবরাহের জন্য পাইপ স্থাপন করছিলেন। তখন দ্রুতগামী একটি ট্রাক এসে ফায়ার কর্মীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত ফায়ার ফাইটারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার নামপরিচয় এবং শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সচিবালয়ের আগুন নেভানোর কাজে ব্যস্ত, তখনও সামনের রাস্তা দিয়ে যান চলাচল চালু রাখা হয়েছে। পুলিশ যদি রাস্তাটি বন্ধ করে দিত, তাহলে এমন ঘটনা ঘটত না।”

আরও পড়ুনঃ সচিবালয়ে আগুন: ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা, ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

রাত গভীর হলেও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে থাকা গুরুত্বপূর্ণ নথি ও জিনিসপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় পুলিশের দায়িত্বহীনতার বিষয়ে প্রশ্ন উঠেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন প্রত্যক্ষদর্শী ও সাধারণ মানুষ।