
স্টাফ রিপোর্টারঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে পাইপলাইন স্থানান্তরের কারণে আজ শুক্রবার (১৫ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর ও কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়ক এলাকায় সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ বেরোবিতে র্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের লিখিত আবেদন
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রাহকদের এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।