spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ...
প্রচ্ছদরাজধানীতৃষ্ণাত্ব মানুষের পাশে দাড়ালো বিডি চাইল্ড ট্যালেন্ট

তৃষ্ণাত্ব মানুষের পাশে দাড়ালো বিডি চাইল্ড ট্যালেন্ট

বেশকিছুদিন ধারে সারা বাংলাদেশ তীব্র গরম পরেছে। রাজধানী ঢাকায় এই গরমে দিনমজুর, রিক্সাচালক, সিএনজি চালক, বাইক রাইটাররা অতিষ্ঠ হয়ে পরেছেন। রিক্সাচালকরা গরমের কারনে চালাতে পারছেন না রিক্সা। গরম বেশি থাকায় বাইকে উঠছেন না অনেকেই। এই গরমে হাঁসফাঁস করতে থাকা তৃষ্ণাত্ব মানুষের পাশে দাড়ালো বিডি চাইল্ড ট্যালেন্ট।

গত শুক্রবার(৩মে) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিডি চাইল্ড ট্যালেন্টর টিম পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিডি চাইল্ড ট্যালেন্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা, শিশু শিল্পী তামিম আহম্মেদ, রাফি ইসলাম রাজ, কামরুল ইসলাম নাঈমসহ কয়েকজন।

আরও পড়ুনঃ বনানীতে কারাখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা বলেন, ‘আমরা সব সময় সামাজিক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম।’

শিশু শিল্পী তামিম আহম্মেদ বলেন, ‘আমি এর আগে কোনো সময় সামাজিক কাজ করেনি। করার সুযোগ পাইনি। যখন শুনলাম বিডি চাইল্ড ট্যালেন্ট ঢাকায় পানি ও খাবার স্যালাইন বিতরণ করবেন তখন আমি তাদের সাথে যুক্ত হই। পানি ও খাবার স্যালাইন পেয়ে মানুষের মুখে যে হাসি দেখেছি সেটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া।’