spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদকলামভিন্নমত"আমি ধর্ষিতার ভাই বলছি" কবিতা

“আমি ধর্ষিতার ভাই বলছি” কবিতা

“আমি ধর্ষিতার ভাই বলছি”
ইকরাম হাসান তাহরিম

আমার কুমিল্লা তো প্রতিবাদের ঠিকানা।
তবে এই মাটিতে কেন আমার বোন ধর্ষিতা!
যে মাটিতে ধীরেন্দ্রনাথ দত্তের বেড়ে ওঠা,
সেখানেই কেন আজ এতো নিষ্ঠুরতা?

বীরের দেশ কেন ধর্ষণের নগরী?
দিনে রাতে তাই তো হচ্ছে দেখি,
বেলা কাটছে বিচারহীনতায়,
এভাবে আর চলবে কতকাল?

মোরা সমতার কথা বলি,
পশুত্বের বলি আর কবেই বা হলো দেখছি।

অভয়া, তনুরা না হয় ফিরুক,
কালবৈশাখী হয়ে তবে আসুক।
এই লাঞ্চনার বিরুদ্ধে জাতি জাগ্রত হোক।

জানি একদিন এই মাটি,
এই আকাশ গর্জে উঠবে,
ধর্ষকের অস্তিত্বের শিকড়
শূন্যতায় ডুবে যাবে।

আগুনের ন্যায় জ্বলে উঠবে,
অন্যায়ের শিকল ছিঁড়ে দিতে।
কথা দিচ্ছি কথা রাখবো,
আমি ধর্ষিতার ভাই বলছি
ধর্ষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

আরও পড়ুনঃ অবশেষে মশা নিধনে উদ্যোগ নিল রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস কর্তৃপক্ষ