
ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নের ফসল গণ বিশ্ববিদ্যালয় ছিল একটি বিকল্প শিক্ষাব্যবস্থার দৃষ্টান্ত, যেখানে দলীয় রাজনীতির বাইরে থেকে সমাজবিষয়ক নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ থাকবে। তিনি বিশ্বাস করতেন, শিক্ষার মাধ্যমে গড়ে উঠবে এক নতুন প্রজন্ম—যারা দলীয় লেজুড়বৃত্তির বাইরে থেকে নেতৃত্বে আসবে। এজন্যই তিনি একটি অরাজনৈতিক ছাত্র সংসদের কাঠামোর ভিত গড়ে দেন, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব, অধিকার ও দায়বদ্ধতা শিখবে।
দলীয় রাজনীতির বিকল্প: গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ
গণ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নিজস্ব ছাত্র সংসদ বিদ্যমান, যেখানে রাজনৈতিক দলের ছায়া না রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব চর্চা করার সুযোগ দেওয়া হয়। এটি প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বের মানবিক ও মুক্তচিন্তাশীল চেতনার প্রকাশ। এই সংসদ রাজনৈতিক নয়; বরং শিক্ষাবান্ধব, সচেতনমূলক এবং নেতৃত্বমুখী।
এই কাঠামোর মধ্যে থেকেই একজন শিক্ষার্থী অন্যায়ের প্রতিবাদ করতে পারে, নেতৃত্বে আসতে পারে, এমনকি সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে—এটাই ছিল স্যারের আকাঙ্ক্ষা।
আইন কী বলে?
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর ধারা ৭(১২) এ বলা হয়েছে:
“No political organization or activity shall be allowed in any private university.”
অর্থাৎ, দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধারা অনুযায়ী, গণ বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদল, ছাত্রলীগ বা অনুরূপ রাজনৈতিক সংগঠন গঠন বা তাদের তৎপরতা আইনত অবৈধ। যেকোনো ধরনের দলীয় কমিটি বা কার্যক্রম এই আইন লঙ্ঘন করে এবং প্রশাসনের হস্তক্ষেপযোগ্য বিষয়।
কেন এটি অনুচিত?
গণ বিশ্ববিদ্যালয় একটি ট্রাস্টি বোর্ড পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান, যার নিজস্ব নীতিমালা, আদর্শ ও মূল্যবোধ রয়েছে। এক যুগের বেশি সময় ধরে এই ক্যাম্পাস অরাজনৈতিক পরিবেশে জ্ঞানচর্চা, মুক্ত বিতর্ক, মানবিকতা ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্র তৈরি করে এসেছে।
দলীয় রাজনীতি প্রবেশ করলে—
শিক্ষার পরিবেশ বিভক্ত ও বিভ্রান্ত হয়,
সংঘাত ও সহিংসতার ঝুঁকি বাড়ে,
এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী যে আদর্শে এই প্রতিষ্ঠান গড়েছিলেন, সেটি ছিল মুক্তচিন্তা, মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের চর্চার জায়গা। সেখানে দলীয় রাজনীতি অনুপ্রবেশ মানেই সেই চেতনাকে পদদলিত করা।
আরও পড়ুনঃ ‘ছাত্রসমাজের ঐক্য ও শিক্ষার মানোন্নয়নে রাজপথে গণতান্ত্রিক ছাত্র সংসদ’
গণ বিশ্ববিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান, যেখানে ছাত্রদের নেতৃত্ব গড়ে ওঠে নিজস্ব গঠনতন্ত্র ও কাঠামোর মাধ্যমে—not under political banners, but under social conscience. ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিল—এখানকার ছাত্র সংসদ থেকে একদিন বেরিয়ে আসবে দেশের নেতৃত্ব। সেই ভবিষ্যৎ গড়ার পথে রাজনৈতিক প্রভাব নয়, প্রয়োজন স্বাধীন, সাহসী, মানবিক নেতৃত্বের চর্চা।
আমরা চাই—গণ বিশ্ববিদ্যালয় হোক আদর্শিক নেতৃত্ব তৈরির মঞ্চ, দলীয় রাজনীতির নয়।
লেখকঃ
সামিউল ইসলাম মুন্না
আইন শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়
কার্যকারী সদস্য, গবি ডিবেটিং সোসাইটি
এডি/আফসানা মিমি