spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, তবু ৫হাজার পরিবার এখনো পানিবন্দী

নালিতাবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, তবু ৫হাজার পরিবার এখনো পানিবন্দী

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ভয়াবহ বন্যার পর চারটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় আছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৩০,০৬০টি পরিবারকে শুকনো খাবার এবং খিচুড়ি সরবরাহ করা হয়েছে।

এছাড়াও সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে বন্যাকবলিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা জানান, বন্যার পানি ধীরে ধীরে কমে আসছে এবং এর সাথে সাথে পানিবন্দী মানুষের সংখ্যাও হ্রাস পাচ্ছে।

আরও পড়ুনঃ বান্দরবানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

এবারের বন্যায় উপজেলার জনগণ ব্যাপক দুর্ভোগের শিকার হলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় সবার মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসছে।