spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে চোরাই গরুরসহ চোর চক্রের ২জন আটক

কালীগঞ্জে চোরাই গরুরসহ চোর চক্রের ২জন আটক

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় চোরাই গরুসহ চোরচক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার উলুখোলা এলাকা থেকে ওই দুই চোরকে আটক করে উলুখোলা ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারকৃত নূর নবী (২৪) ময়মনসিংহ ত্রিশালের বাগান এলাকার কুদ্দুস শেখের ছেলে ও রুবেল (৩০) একই এলাকার আ: হকের ছেলে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১৫।

বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ বগুড়ায় মরিচ ক্ষেতে বজ্রপাতে প্রা’ণ গেল কৃষকের

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বলেন, চোর চক্রের সদস্য নূর নবীর বিরুদ্ধে ১৪ টি এবং রুবেলের বিরুদ্ধে ১৭ টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তারা বহুদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাদের গ্রেফতার করা হয় এবং আজ ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়।