spot_img

― Advertisement ―

spot_img

১৫ বছরের অবরুদ্ধ সাংবাদিকতার অবসান ঘটেছেঃ ফয়েজ আহম্মদ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শুক্রবার রাতে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম গ্রেফতার

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম গ্রেফতার

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ পল্লী বিদ্যুৎ সমিতির ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির মাধ্যমে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ঢাকার একটি  সাইবার নিরাপত্তা আইন মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার হয়। 

ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গতকাল রাতেই লক্ষ্মীপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ওই রাতেই মাইক্রোবাসে করে আলী হাসানকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। এসব তথ্য  জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্নাফ হোসেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে ইন্ধন দিয়ে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ওই দিন মো. আরশাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম কে প্রধান আসামি করে চারজনের নামে একটি মামলা দায়ের করেন। এরই পরিপেক্ষিতে লক্ষ্মীপুরের ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা। 

আরও পড়ুনঃ ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে’

ওসি মোন্নাফ হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে আলী হাসানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করে। পরে ওই রাতেই তাঁকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।