spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাটাঙ্গাইলে ১৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে ১৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

বাবুল রানা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোপালপুরের নলিন বাজার এলাকা থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালপুরের শাখারিয়া গ্রামের একটি বাড়ি থেকে মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) এবং মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নি’হ’ত

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, অভিযানের সময় নুরজাহানের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের সময় প্রশাসন অভিযুক্তদের বাসার পাশের একটি কক্ষে অবস্থান করছিল বলে জানা যায়। অভিযানে ডিবি পুলিশের পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।