spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, দুইজন গুরুতর আহত

বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, দুইজন গুরুতর আহত

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পাঁচ পুকুরিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার সকাল ৭টার দিকে।

আহতরা হলেন চেঙ্গা পাঁচ পুকুরিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ নজরুল ইসলাম এবং মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল কাদের। উভয়কে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নজরুল ইসলামের স্ত্রী মোছাঃ রুমা শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, নজরুল ইসলাম কৃষি জমি দেখে বাড়ি ফেরার পথে পাঁচ পুকুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে অভিযুক্ত আব্দুল কাদের ও শরিফুল ইসলাম পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু ও লোহার রড দিয়ে নজরুলকে মাথা, হাত ও চোখে আঘাত করে। হামলার পর তারা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় লোকজন নজরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর নজরুল ইসলামের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে।

আরও পড়ুনঃ শীতে বাড়ে হার্ট অ্যাটাক, কীভাবে সতর্ক থাকবেন

অভিযুক্ত আব্দুল কাদের পাল্টা অভিযোগ করেন যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে নজরুল ইসলাম ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমাকে নজরুলসহ ২-৩ জন আক্রমণ করে এবং চাকু দিয়ে আঘাত করে। আমি নিজেও হাসপাতালে ভর্তি রয়েছি।”

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।