মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ উত্তরের জনপদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। রাত থেকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলাতেও সূর্যের দেখা মেলে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষ। শীত নিবারণের জন্য তারা ভিড় করছেন শীতের কমদামি কাপড়ের দোকানগুলোতে।
ফুলবাড়ী বাজারে অস্থায়ীভাবে গড়ে ওঠা কমদামি কাপড়ের দোকানে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন। এসব দোকানে ৫০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শীতের পোশাক।
এক ভ্যানচালক মিরাজ মিয়া বলেন, “খুব ভোরে কাজের জন্য বের হতে হয়। ঠান্ডায় টিকে থাকার জন্য ৬০ টাকায় একটি শীতের পোশাক কিনেছি। দামি পোশাক কেনার সামর্থ্য নেই আমাদের।”
পার্শ্ববর্তী লালমনিরহাট থেকে আসা বিক্রেতা আব্দুল মান্নান জানান, গত বছরের তুলনায় এবার শীতের পোশাকের দাম কিছুটা বেড়েছে। তবে পুরোনো মজুদ বিক্রি করায় ক্রেতারা তুলনামূলক কম দামে কাপড় কিনতে পারছেন।
আরও পড়ুনঃ বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের দুর্গাপুর উপজেলা কমিটি গঠিত
তিনি আরও বলেন, “নতুন কাপড় আনতে গেলে পাইকারি বাজারেও দাম বেশি পড়ছে। আমাদের সামর্থ্য সীমিত, তাই যা আছে তা বিক্রি করছি।”
এই অঞ্চলের শীতার্ত মানুষেরা এভাবেই কমদামি পোশাকে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে তাদের জন্য আরও সাশ্রয়ী পোশাক এবং সরকারি-বেসরকারি সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।