ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় রপ্তানি উপযোগী চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে এক মৎস্য ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গাজীরহাট বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এই শাস্তি প্রদান করেন।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চিংড়িতে জেলি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ওজন বৃদ্ধির প্রক্রিয়া শনাক্ত করা হয়। এসময় পুশকৃত ২৫ কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে মৎস্য ব্যবসায়ী আলমঙ্গীর হোসেনকে অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগেও পারুলিয়া মৎস্য সেডে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তারপরও চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা থামানো যাচ্ছে না।
আরও পড়ুনঃ সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ও ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।