জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা মিশন এলাকায় ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ময়মনসিংহ সদরের হুমায়ুন কবিরের পুত্র ৭ম শ্রেণির ছাত্র সাজিদ এবং হালুয়াঘাটের আহমদ আলীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান। জানা গেছে, তারা হালুয়াঘাটে নানাবাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বনভোজনের উদ্দেশ্যে পানিহাটা এলাকায় ঘুরতে আসে।
বেলা বাড়ার সঙ্গে তারা সহপাঠীদের সঙ্গে ভোগাই নদীতে নামে। নদীতে পানি কম থাকলেও স্রোতের তীব্রতা ছিল। খেলতে খেলতে তারা সামান্য ভাটির দিকে চলে যায়, যেখানে নদীর গভীর গর্ত ছিল। এ সময় স্রোতে ভেসে গিয়ে তারা সেখানে তলিয়ে যায়।
আরও পড়ুনঃ আমতলীতে নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
দুপুরে ঘটনার পর জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেলে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের লিডার আবু বকর সিদ্দীক জানান, “দুই শিক্ষার্থীর মরদেহ গভীর গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। নদীর স্রোতের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনাস্থলে উপস্থিত তাদের সহপাঠীরা শোকাহত। স্থানীয়দের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।