spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়ায় দুর্বৃত্তদের হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবু সাঈদ (৩০), তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। আবু সাঈদ পেশায় অটো ভ্যান ও রিকশার গ্যারেজ পরিচালনা করতেন এবং সাম্প্রতিককালে বালুর ব্যবসাও শুরু করেছিলেন।

নিহতের ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। ফোনে কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইউসুফ আলী বলেন, “আমাদের সাড়ে পাঁচ শতক জায়গা নিয়ে মামলা ছিল, যা নিষ্পত্তি হলেও এখনও টাকা পাইনি। তবে আমার ছেলেকে কেন হত্যা করা হলো, তা বুঝতে পারছি না। আমরা এর ন্যায়বিচার চাই।”

আরও পড়ূনঃ পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “আবু সাঈদ হত্যার বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আমরা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একাধিক টিম নিয়ে কাজ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দ্রুত হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের শনাক্ত করতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন ওসি।