
মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর ৭নং ওয়ার্ডে ইসলামী ব্যাংকের সামনে রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
ভোলা জেলার পুলিশ সুপার মো. শরীফুল হকের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, ১. অছিউদ্দিন ওরফে সেন্টু (৩৭), পিতা-মৃত হানিফ, মাতা-ছালেহা, ঠিকানা রতনপুর ৭নং ওয়ার্ড, শিবপুর ইউপি।
২. মো. নাঈম (২৪), পিতা-আব্দুস সত্তার, মাতা-শাহনাজ বেগম, ঠিকানা শিবপুর ৪নং ওয়ার্ড, ইউপি শিবপুর।
আরও পড়ুনঃ সীমান্তে আসামিসহ ২১৫ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল এবং মোবাইল ফোন আটক
ডিবি পুলিশের এসআই মো. আসাদুজ্জামান খান সংগীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।