spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলামাত্র ৫ টাকায় ঈদের খাবার: আনন্দে আপ্লুত রিকশাচালক রবিউল

মাত্র ৫ টাকায় ঈদের খাবার: আনন্দে আপ্লুত রিকশাচালক রবিউল

রাজশাহীর আলুপট্টির মোড়ে যখন রিকশাচালক রবিউল নামলেন, তখন সকাল গড়িয়ে প্রায় দুপুর। শরীর ক্লান্ত, পেটে টানটান খিদে। পুঠিয়া থেকে আসা রবিউল সারাদিন পরিশ্রম করেও খুব বেশি আয় করতে পারেন না। আজ সকাল থেকে ২০০ টাকা রোজগার হলেও, তাতে পরিবারের জন্য ঈদের বাজার করা সম্ভব ছিল না। কিন্তু হঠাৎ চোখে পড়ল এক ব্যতিক্রমী আয়োজন—মাত্র ৫ টাকায় ঈদের খাদ্যসামগ্রী।

দ্বিধা থাকলেও লাইনে দাঁড়িয়ে গেলেন রবিউল। সামনের সারিতে গিয়ে দেখলেন, চাউল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য রাখা হয়েছে। ৫ টাকা দিলেই মিলবে যেকোনো একটি। তিনি ১ কেজি চাউল তুলে নিলেন। হাতে চাউল আর চোখে আনন্দের ঝিলিক! আবেগাপ্লুত কণ্ঠে বললেন, “সকাল থেকে কত খাটুনি করেছি, কিন্তু এত কম টাকায় এত কিছু পাব, ভাবিনি! এটা আমার জন্য আশীর্বাদ। এখন আমি বাড়ি গিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারব।”

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় এই মানবিক কার্যক্রমের আয়োজন করে ‘হাউস অব বিউটি ব্লুম’ ও ‘খুশির হাট’। এদিন ৫০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজক নওশিয়া অরিন খান জানান, “আজ ৫০০ জনকে খাবার দিয়েছি, আর আগামীকাল ৫০টি পরিবারের জন্য সম্পূর্ণ ঈদ বাজারের ব্যবস্থা করব। নিম্ন আয়ের মানুষদের ঈদের আনন্দের অংশীদার করতেই আমাদের এই উদ্যোগ।”

আরও পড়ুনঃ রাজশাহী কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার আয়োজন

রিকশাচালক রবিউল ফিরে গেলেন নতুন এক স্বপ্ন নিয়ে। ঈদের আনন্দ শুধু ধনী-গরিবের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং একে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই প্রকৃত আনন্দ। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় তিনি বাড়ির পথে রওনা হলেন, আর তার চোখে-মুখে ফুটে উঠল এক অনাবিল প্রশান্তি।