spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে ধর্ষকের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

সখীপুরে ধর্ষকের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার মহানন্দপুর বাজারে এ মানববন্ধন আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন, বাজার মসজিদের ইমাম ফজলুল হক ও স্থানীয় ব্যবসায়ী খাইরুল হাসান।

আরও পড়ুনঃ ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ইয়াসিনের লাশ ফেরানোর আকুতি পরিবারের

জানা যায়, গত ২৩ মার্চ মহানন্দপুর বাজারের মাহমুদা মডেল মেডিকেল হলের মালিক মনজুরুল মজনু এক গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ২৪ মার্চ ওই নারী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেন।