spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। এ উপলক্ষে ইম্পাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় আইনি পরামর্শ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ী মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহনুমা তারান্নুম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ। সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা হিসাবরক্ষণ অফিসার একরামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন, অ্যাকশন এইড বাংলাদেশের চাইল্ড স্পন্সরশিপ প্রকল্পের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম এবং পানিমাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ প্রমুখ।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শ্যামল গ্রেফতার

আলোচনা সভায় বক্তারা জাতীয় আইনগত সহায়তা সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, “আইন সবার জন্য সমান। আর্থিক অক্ষমতার কারণে কোনো নাগরিক যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম চালু রয়েছে।” একইসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের অধিকার রক্ষাসহ সমাজ সচেতনতায় আইনি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।