
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
তিনি বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেমিনার, সিম্পোজিয়াম ও সভায় সুন্দর সুন্দর কথা বলা হলেও বাস্তবায়নে তার প্রতিফলন কম। তাই নিজ নিজ অবস্থান থেকে অল্প হলেও সংস্কারের চেষ্টা করতে হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।”
সোমবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ ভোগাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে কর্মশালার সমাপ্তি শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।