
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম পরিদর্শন করেছেন সুইজারল্যান্ড দূতাবাসের তিনজন প্রতিনিধি।
রোববার (৪মে) সকালে আস্থা প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত একটি সক্রিয়করণ সভা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়, যেখানে গণতান্ত্রিক চর্চা, সামাজিক সম্প্রীতি, যুব ফোরামের মেন্টরিং কৌশল, আদিবাসীদের প্রতি সংবেদনশীলতা, সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কোঅপারেশন কোরিন থেভজ, প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার কনস্ট্যান্স ডি প্লান্টা। এছাড়া উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচ-এর নির্বাহী পরিচালক সানজিদা লিপি, রূপান্তর-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাবেয়া বসরী, ক্লাস্টার ৩ ও ৪-এর কো-অর্ডিনেটর, মনিটরিং এবং রিপোর্টিং কো-অর্ডিনেটর, ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর, জেলা সমন্বয়কারী, এসএফও এবং নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা।
এদিন নাচোল উপজেলার মহানইল জাম পাড়া আদিবাসী গ্রামে একটি উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে আদিবাসীদের জীবনমান, সহিংসতা, ভোটাধিকার এবং আস্থা প্রকল্পের কার্যক্রম নিয়ে সরাসরি আলোচনা করা হয়। বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিদল, ডেমক্রেসিওয়াচ-এর নির্বাহী পরিচালক এবং রূপান্তর-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা স্থানীয় আদিবাসী জনগণের বিভিন্ন অভিজ্ঞতা শোনেন এবং যুব ফোরামের সদস্যদের সঙ্গে সংলাপে অংশ নেন।
আরও পড়ুনঃ খুবি শিক্ষার্থীর আত্মহত্যা, মেডিকেল সেন্টারে নেই মনোবিশেষজ্ঞ
এই সফরের মাধ্যমে সুইস প্রতিনিধিরা মাঠপর্যায়ে নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম, সামাজিক অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চার অগ্রগতি সরাসরি অবলোকন করেন এবং ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডে আরো কার্যকরী সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।