
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত বেসরকারি ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৬ মে) রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় ক্লিনিকটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের অপারেশন কার্যক্রম স্থগিত রাখতে হবে। ভবিষ্যতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন কমিটির মতামত এবং পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, গত ২৩ এপ্রিল রাতে ওই ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের শাহানা বেগম (৩০)। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত ১১টার দিকে তিনি মারা যান।
শাহানার স্বামী ওমর ফারুক পাবনার ঢালারচরের বাসিন্দা। ঘটনার পর তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ২৭ এপ্রিল জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন ডা. রত্না পোদ্দার (গাইনি), ডা. প্রদীপ কান্তি পাল (এনেসথেসিয়া) এবং ডা. মো. সোহেল শেখ (সিভিল সার্জন অফিস)।
তদন্তে উঠে আসে ক্লিনিকটির অপারেশন থিয়েটারের নোংরা পরিবেশ, চিকিৎসা কার্যক্রমে গাফিলতি এবং নানা অনিয়মের চিত্র। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও এই ক্লিনিকে ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে অভিযোগগুলো প্রায়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি শাহানার মৃত্যুর পর ক্লিনিক কর্তৃপক্ষ পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছে মৃতের স্বজনরা।
আরও পড়ুনঃ কুবি বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে তিন রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার, ৪ শিক্ষার্থী চিহ্নিত
স্থানীয়দের ভাষ্য, এ ক্লিনিকটিতে অহরহ এ ধরনের ঘটনা ঘটছে, যা জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপকে অনেকেই স্বাগত জানালেও তারা ক্লিনিকটির কার্যক্রমে স্থায়ীভাবে নজরদারি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।