
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর বাংলাবাজারে উদ্বোধন হয়েছে ‘হোলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’।
শনিবার (তারিখ উল্লেখ) উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “নয়নপুর ও আশপাশের গ্রামের মানুষকে আর দূরে ছোটাতে হবে না—হোলিকেয়ার দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার অভাব ঘুচাবে।”
ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এখানে মিলবে মাত্র ১০০ টাকা ভিজিটে। রক্ত, প্রস্রাব, এক্স‑রে, আল্ট্রাসনোগ্রাফিসহ সব পরীক্ষায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের যন্ত্রপাতি; দক্ষ টেকনিশিয়ানরা রোগ নির্ণয়ে নিশ্চিত করবেন সঠিকতা।
রামগঞ্জ উপজেলা সদর থেকে দূরবর্তী এ অঞ্চলের বাসিন্দারা এতদিন প্রাথমিক চিকিৎসা থেকে জটিল রোগ নির্ণয় পর্যন্ত যেতে হতো জেলা শহর কিংবা ঢাকায়।
আরও পড়ুনঃ শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ইবি শাখা ছাত্রদলের বিক্ষোভ
হোলিকেয়ার কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সেবা দিতে কেন্দ্রটি গ্রামীণ মানুষের কথা ভেবেই গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে বিশেষ ক্যাম্প ও অতিরিক্ত সুবিধা চালুর মাধ্যমে এলাকার স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী ও সহজলভ্য করার পরিকল্পনাও রয়েছে তাদের।