spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলাসখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে শাকিল সভাপতি, সাজ্জাদ সা:সম্পাদক

সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে শাকিল সভাপতি, সাজ্জাদ সা:সম্পাদক

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে শাকিল আনোয়ার সভাপতি ও সাজ্জাদ লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল প্রাণচঞ্চল পরিবেশ। ভোটারদের সরব উপস্থিতিতে নির্বাচনী আমেজ ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, এম. সাইফুল ইসলাম শাফল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জুয়েল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম বাবুল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সোহেল রজত।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল শাকের। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বাহারুল ইসলাম এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

আরও পড়ুনঃ রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি শাকিল আনোয়ার বলেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সখীপুর প্রেসক্লাবকে একটি আদর্শ, কার্যকর ও সক্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই।”