spot_img

― Advertisement ―

spot_img

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ও যন্ত্রাংশ জব্দ

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মোবাইলের যন্ত্রাংশ...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ও যন্ত্রাংশ জব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ও যন্ত্রাংশ জব্দ

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মোবাইলের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এই অভিযান চালায় অনন্তপুর বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলেও উদ্ধার করা হয় মোবাইল ও যন্ত্রাংশের বড় একটি চালান।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের ২৮৪টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ডিসপ্লে। এসব মোবাইল ও যন্ত্রাংশের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫২ হাজার টাকা।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান টহলদলের সদস্যরা। নাগরাজ নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি দেখে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে ব্যাটালিয়নে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ ইবিতে ফের ছাত্রী হেনস্তাসহ নানা অভিযোগ এক শিক্ষকের বিরূদ্ধে

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, চোরাকারবারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে।