spot_img

― Advertisement ―

spot_img

শোকের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই না–ফেরার দেশে আশিক

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ বন্ধুর মায়ের মৃত্যুর খবরে আগের দিন বিকেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে পোস্ট দিয়েছিলেন আশিক মাহমুদ (২৮)। কে জানত, সেই...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে কৃষি প্রণোদনায় বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ

নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনায় বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় তালের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই ২০২৫) উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজনা আক্তার ববি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান। এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, তাল গাছ পরিবেশবান্ধব, জনবান্ধব এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে। বজ্রপাত রোধে তাল গাছ রোপণের গুরুত্ব অপরিসীম। পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং কৃষিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালের চারা বিতরণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাল চাষাবাদে আগ্রহ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে এর সুফল ভোগ করবে পুরো সমাজ।

আরও পড়ুনঃ ময়মনসিংহে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ উদ্যোগের জন্য সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তালের মতো উপকারী বৃক্ষের চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। বিশেষ করে বজ্রপাতপ্রবণ এলাকায় তাল গাছের গুরুত্ব দিন দিন বাড়ছে।

উপজেলা কৃষি অফিস জানায়, এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং তাল গাছ রোপণে উৎসাহ দিতে আরও প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।