
মো: মাহিদুজ্জামান সিয়াম, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট এর রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক ডাঃ মোহাঃ সবুর আলী কে সভাপতি এবং প্রয়াস এর ভেটেরিনারি অফিসার ডাঃ রাজিন বিন রেজাউল কে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শনিবার (১৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের ইমোশন ক্যাফে এন্ড কিডস্ জোনে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
নবনিযুক্ত সভাপতি মোহাঃ সবুর আলী বলেন, ‘এসোসিয়েশনের প্রতিটি সদস্য তার নিজ নিজ অবস্থান থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণিসম্পদের উন্নয়নে একত্রিত হয়ে কাজ করবে বলে আমি আশাবাদী। একই সাথে প্রতিটি সদস্য নিজেদের দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে। এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যেতে এবং সার্বিক মান উন্নয়নের জন্য আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।’
নতুন সাধারণ সম্পাদক ডাঃ রাজিন বলেন,‘ আমরা সকলে নিজ জেলাকে ভালোবাসি, জেলার মানুষদের ভালোবাসি। মানুষের জন্য কাজ করার পূর্বে নিজেকে আদর্শ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে হবে। নিজের ক্যারিয়ারকে ব্যাপকভাবে গুরুত্ব দিন, লক্ষ্য স্থির করুন এবং সংগঠনে সক্রিয় ভূমিকা রেখে এসোসিয়েশনকে এগিয়ে নিতে সাহায্য করুন। আমি আমার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।’
আরও পড়ুনঃ আমের রাজধানীতে ভেটেরিনারি পরিবারের মিলন মেলা
১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মীম ওবাইদুল্লাহ, যুগ্ন সম্পাদক শামীমা নাসরিন ও মোঃ হাবিব আলি, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া ইভা সহ সাধারণ সদস্য পদ পেয়েছেন আরও সাত জন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ এগ্ৰো লিমিটেড প্রাণ গ্ৰুপ এর ডেপুটি ম্যানেজার মাহবুব আলম, সহকারী কমিশনার মুনতাহা তাসনিম মৌ, পোরশা এর ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন ও এসোসিয়েশনের সাধারণ সদস্যবৃন্দ ।
সকলের সম্মতিতে চাঁপাইনবাবগঞ্জস্থ খামারিদের উন্নয়ন, পশু স্বাস্থ্য সেবা ও সামাজিক কার্যক্রম নিশ্চিতের লক্ষ্য নিয়ে নতুন কমিটিসহ উপস্থিত সকলে অঙ্গীকারবদ্ধ হয়।