spot_img

― Advertisement ―

spot_img

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা...
প্রচ্ছদসারা বাংলাজুলাই অভ্যুত্থান স্মরণে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই অভ্যুত্থান স্মরণে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

কুড়িগ্রাম, প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘জুলাই অভ্যুত্থান’-এর স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ। ঐতিহাসিক এই দিনে শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা শাখার কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে উক্ত স্থানে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের উপজেলা নেতারা বক্তব্য রাখেন। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. নুরুন্নবী হুসাইন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী। বক্তব্য রাখেন সহ-সভাপতি জুলহাস উদ্দিন, সেক্রেটারি মাওলানা মুফতি এস. এম. মনিরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন আনছারি এবং মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা হারুন অর রশিদ।

বক্তারা বলেন, “গত বছরের জুলাই ও আগস্টে যেসব শহীদ তাদের জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।” তারা অভিযোগ করেন, দেশের প্রকৃত স্বাধীনতা এখনও অর্জিত হয়নি, কারণ জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার এবং ইসলামী আদর্শভিত্তিক শাসনব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি।

আরও পড়ুনঃ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের জন্য গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবেঃ মেয়র ডা. শাহাদাত

তারা আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষার পক্ষে কথা বলে এসেছে এবং আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।”

সমাবেশে বক্তারা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার দাবি জানান, যাতে জনগণের প্রকৃত মতামত ও প্রতিনিধিত্ব জাতীয় সংসদে প্রতিফলিত হয়।

সমাবেশ শেষে জুলাই-আগস্টে শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং মুজাহিদ কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।