
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৩৯ মিটার উচ্চতায়, যা বিপদসীমা (১৮ দশমিক ০৫ মিটার) থেকে মাত্র ৬৬ সেন্টিমিটার নিচে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার নদীর পানি আরও বাড়তে পারে। জুলাইয়ের শুরু থেকে পদ্মার পানি বাড়া শুরু হয়। প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। ২৪ জুলাই পানি বেড়ে দাঁড়িয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটারে, এরপর কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবার বৃদ্ধির ধারা শুরু হয়। গত ৭ আগস্ট ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার বেড়ে পানি পৌঁছায় ১৬ দশমিক ৮০ মিটারে। পরবর্তী প্রতিদিনই পানি বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৬টায় দাঁড়ায় ১৭ দশমিক ৩২ মিটারে এবং সন্ধ্যায় তা হয় ১৭ দশমিক ৩৯ মিটার।
আরও পড়ুনঃ ইতালিতে অভিবাসনে কেবল সরকারি ফি দিতে হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়
পাউবোর পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান জানান, পানি বৃদ্ধির ফলে পদ্মার চর ও তীরবর্তী কিছু এলাকায় পানি ঢুকেছে। তবে এখনো বন্যার মতো পরিস্থিতির আশঙ্কা নেই। তিনি জানান, নগরীর টি-গ্রোয়েনের নিরাপত্তায় সেখানে জনসমাগম ও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং স্থানীয়দের সরে যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ মিটারে উঠেছিল। এরপর থেকে আর বিপদসীমা অতিক্রম করেনি।



