spot_img

― Advertisement ―

spot_img

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা...
প্রচ্ছদসারা বাংলাসাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজশাহী

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজশাহী

পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর আয়োজনে মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত আরআরইউ ও রিভার সিটি প্রেসক্লাবের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একইসঙ্গে সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

যোহর নামাজের পর প্রেসক্লাবে আলোচনা সভা, নিহত তুহিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং তাবারক বিতরণ করা হয়।

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—রিভার সিটি প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী, নির্বাহী সম্পাদক সাপ্তাহিক বাংলার বিবেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের আলম রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসীনুল আমিন রাহী, প্রচার সম্পাদক মোঃ পারভেজ ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ বাংলাদেশ ও সনাতনীদের পক্ষে কাজ করবে জন্মাষ্টমী উদযাপন পরিষদঃ সৌরভ

এছাড়াও উপস্থিত ছিলেন—মোঃ জুয়েল আহমেদ, মোঃ মুন্না, মোঃ জামিল ফারুক বাদশা, আবির শেখ, ফেরদৌস ওয়াহিদ সুমন, মোঃ আকতারুজ্জামান বাবুল, মোঃ রঞ্জু ইসলাম, শাহীন আলী, তানভীর মাহমুদ মিলন, মতিউর রহমান, শেখ মোঃ রোমেল, হারুন-অর রশিদ, মোঃ তন্ময় আকতার, মামুনুর রহমান কাচু, মোঃ রুবেল ইসলাম, কাজী আব্দুল হালিম, মোঃ কবির হোসেন, রাকিবুল ইসলাম, মোঃ রকিব আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ সোহেল রানা, মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট, মোঃ মোজাম্মেল হক রনি, মোঃ বিপুল হাসান, মোঃ পারভেজ ইসলাম, মোঃ শাহানুর আলম বাবু, মোঃ আতিকুর রহমান আশা, মোঃ আকতারুজ্জামান বাবুল প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা জানান, তুহিন হত্যার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হলেও, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার কার্য সম্পন্ন করে ফাঁসি নিশ্চিত করতে হবে।