spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাশুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, চলবে ফ্রি টিকা দান

শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, চলবে ফ্রি টিকা দান

মোঃ মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে সমগ্র দেশ ব্যাপি ৬১ টি জেলায় একযোগে পালিত হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠানটির উদ্বোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় শিবগঞ্জের পাইলিং মোড়ের নিকটস্থ আমবাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-০১ এর সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, এলডিডিপি’র কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, উপজেলার বিভিন্ন অধিদপ্তরে কর্মরত কর্মকর্তাগণ এবং বিভিন্ন এলাকা থেকে আগত খামারি ও উদ্যোক্তাগন।

আরও পড়ুনঃ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু ১৮ এপ্রিল

আয়োজনের মুল উদ্দেশ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল, পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ ও উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণে প্রদর্শন যোগ্য বিভিন্ন স্টল বসানো হয়। যেখানে বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, সৌখিন ঘোড়া, উন্নত জাতের ছাগল ও ভেড়া, উন্নত জাতের হাঁস-মুরগী, পাখি এবং বিভিন্ন প্রাণি প্রযুক্তির।

অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানান আগামী শুক্রবার (১৯ এপ্রিল) বিনামুল্যে টিকাদান, শনিবার (২০ এপ্রিল) বিনামুল্যে কৃমি নাশক বিতরণ, রবিবার (২১ এপ্রিল) স্কুল ফিডিং ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি পালিত হবে এবং সোমবার (২২ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ এর সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা বাংলাদেশকে প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে এবং দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বিভিন্ন উদ্যোগের মধ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ একটি। আমাদের দেশ ক্রমাগত দ্রুত গতিতে প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশ্বাস দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ’

সভাপতির বক্তব্যে মোঃ উজ্জ্বল হোসেন বলেন, ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মাধ্যমে আমরা আপনাদের বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদের উন্নয়ন সম্পর্কে অবগত করতে চাই। পাশাপাশি প্রাণির লালন-পালন ও পরিচর্যায় আপনাদের আরও দক্ষ এবং আরও বেশি নিরাপদ করে তুলতে চাই; যাতে করে দেশের প্রাণিসম্পদের আরও উন্নয়ন সাধন হয়।’

অনুষ্ঠানের শেষ অংশে আগত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট সকলে স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মত বিনিময় করেন।